Posts

Showing posts from April, 2025

সমাজে সাহিত্যের প্রভাব

Image
সমাজের দর্শনে সাহিত্যের আবাধ বিচরন                 বিশেষ সংবাদদাতাঃ-   সাহিত্য একটি বৃহত্তম সমাজে বৃহত্তর দর্পণরূপে প্রতিভাত হয়। সমাজ জীবনের সঙ্গে প্রত্যক্ষ যোগ থাকে সাহিত্যিকের। সাহিত্যিকদের দাবি, আমরা সাহিত্যপাঠের মাধ্যমে সামাজিক রীতি-নীতি, ধর্ম-সংস্কার, পাল-পার্বণ, আচার-অনুষ্ঠানের সঙ্গে একাত্ম হতে পারি। সাহিত্য চিরকালের মানুষের সঙ্গে আমাদের পরিচয় ঘটিয়ে দেয়। সাহিত্য পাঠের শুধু ব্যক্তি জীবন নয়। সমাজবিজ্ঞান ও ইতিহাসের অনেক উপাদান সম্পর্কে জ্ঞান লাভ করা যায়। বলাবাহুল্য, সমকালকে অবলম্বন করে চিরন্তন শাশ্বতের দিকে যাত্রা করেন সাহিত্যিকরা। সাহিত্য                     প্রসঙ্গত উল্লেখ্য, সাহিত্য কল্পনা জগতের বিষয় হল বাস্তবের ভেতর সামাজিক পটভূমিকেই তার ভিত্তিমূল গড়ে ওঠে।সমাজবিজ্ঞানীদের মতে, সাহিত্য একটি সমাজের চিন্তাভাবনা পরিবর্তন করতে সাহায্য করে। সাহিত্য পাঠে বৃহতের আনন্দলোকে ব্যক্তিজীবনের চরম মুক্তি ঘটে। সাহিত্যের দর্পণে আত্মসমীক্ষা করতে পারে মানুষ। সংসার জীবনে...